Pages - Menu

Friday, March 18, 2016

বুকেও হয় আগুন উৎপত্তি

..........কাব্যময়
আমি তো মানুষ
আমার বুকেও হয় আগুন উৎপত্তি,
ধরতে দিসনা তোর হাত
গলে যায় যদি।

 
 














পাথড় নই বলে দিয়ে যাস বিধিয়ে তারকাটা
চোখের হাতুঁড়ি পিটিয়ে,
বেলুন চুপসে গেলে মাটি হয় ঠিকানা
আমি বেলুন যাই ফুলিয়ে।















 
প্রভাব করে বিস্তার আমার হারায় নিস্তার
দিনকে দিন ভাবতে ভুলেছি নিজ অবস্থার