Pages - Menu

Friday, March 18, 2016

এবং আমি আমাকে দির্ঘায়িত করি

..............কাব্যময়

একটু একটু খুব একটু
ব্যাথার খুব কষ্ট
আঘাত হানে আঘাতের পর
চূড়চূড় হয় আমার একমাত্র শরীর।।

গেঁধে যাই মালা সমগ্র
কিছু লুন্ঠিত স্বপ্নের ঝড়া ফুলে
আগুনের ফুল ফোটে বুকের ঝলধারায়
এবং ফোঁটায় ফোঁটায় ঝড়ে চোখ হতে।।

অতপর দিনশেষে মেঘের
দেশ হতে আসে বৃষ্টির নূপুর
নিস্বগ্ঙতা ভাংগে জবিন প্রবাহের।।

এবং আমি আমাকে দির্ঘায়িত করি
রাতের পর রাতে,থাকি নির্ঘুম ছন্নছাড়া
এক নিষ্ঠুর মানুষের অবহেলাতে।।