তুমি সুন্দর তাই
ফিরানো যায়না মোর আখিঁ ,
চেয়ে চেয়ে তাই অগোচরে
মনকে করি সুখি।
ভোরের আলোয়
পাখির ডাকাডাকি
তবু যেন দেয়না প্রাণে মোর
এতটুকুন সুখ উকিঁ,
তুমি সুন্দর তাই
ফিরানো যায়না মোর আখিঁ।
পরাণের আঙ্গিনায়
ভরা চান্দেঁর জোছনায়
পাইনা শান্তি
হলো মোর একি,
তুমি সুন্দর তাই
ফিরানো যায়না মোর আখিঁ।
ফুলে ভরা কিশলয়
সৌরভে ওঠেগো চঞ্চলি
মোর মন ভরেনা
কার যেন পথও চেয়ে থাকি,
তুমি সুন্দর তাই
ফিরানো যায়না মোর আখিঁ।
বসন্তের রাঙা ঢালি
মোরে সাজায়ে করে রঙ্গিন
হায়রে কপাল
তবু কার আসায় বিপন্ন হয়ে থাকি,
তুমি সুন্দর তাই
ফিরানো যায়না মোর আখিঁ।