কাব্যময়.....
চৈত্রের ঐ ধূলায় উড়ে
ফাগুন ফুলের কণা,
নবান্নের উৎসব খুজেঁ
ফসলে প্রাণের দানা।
ছোট্র কিশোর দুপুর রোদে
ঝাঁপ দিলো ঐ কালচেঁ জলে,
মাটির গন্ধ ছড়ায় আকাশ
ফড়িং নাচে ঢেউয়ের তালে।
প্রেম্মাতাল মন যে খুঁজে
শীতল বৃক্ষ ছায়া,
নব বধূ যাক দিয়ে
আচঁল ছোয়াঁর মায়া।
চৈত্র পোরে ভর দুপুরে
হঠাৎ ঝড়ের আসা
চৈত্র খুজেঁ ছাউনি তলে
শীতল ভালোবাসা।
সকল দুষ্ট আর মিষ্টকে চৈতালী শুভেচ্ছা।