জানিস আজকাল আমি কি ভাবি তোকে নিয়া।
ভাববি আমি কত জগন্য রুচিরঁ।
ভাবতেই পারিস তবে তা সত্যই,
এতে আমার হাত নেই সম্পূর্ন তোরি হাত।
শুনবি এই শুন তাইলে-আজকাল তোর মনটা আমি ভাবিনা
আমি তোর চুল,চোখ,ঠোঁট,হাত,ইত্যাদি নিয়া ভাবি।
কারন তোর মনটাতে কিছু নেই,পারেনা মায়া দিতে,আপন হতে
পারে শুধুই ভন্ডামীর চিন্হ গুলো সামনে মেলে ধরতে
তোর মন আবেগহীন অবিশ্বাসের কারখানা।
তবে তোর মনের বাহিরের যা কিছু তারা
অবিশ্বাসী নয়।কল্পনাতেও যারা সুখ দেয়।
ভাবতে পারিস তবে শুন,শরীর আছে তাই মন আছে
তবে দেখ আমি এখানে কল্পনাকে তুলে ধরেছি
পাপ এতেও আছে তবে পুলিশের কাছে ধরা পরার ভয় নেই।
যদি তাই হয় পৃথিবীর প্রায় সকলেই অপরাধী হবে।
''কল্পনায়,পাপ করেনা ,লোভ করেনা,
এমন মানুষ নেই''