Sunday, March 29, 2015




..........কাব্যময়

আমি বিশেষ কিছু নই! 

স্বপ্নচোড়া পাতার ভাজে লুকিয়ে থাকা পতঙ্গ মাত্র,

অজস্র জ্ঞ্যানীর মাঝে আমি এখনো এক ছাত্র।

সবাই সবার মত আমিবা হলাম কার মত,

উল্টা আমার ধ্যান ধারনা পাগলামি অবিরত।

আমি বিশেষ কিছু নই!

মানুষ ও মনন পাল্টেছে ঘুমন্ত স্বপ্নের ভিরে,

দেখলে আজো আমায় মানুষ বলে তুই কেবা কেরে।

উত্তর জানা নেই নিজেকেই খুজেঁ ফিরি,

আমি কিচ্ছুটি নই তবু নিজেকেই বাজি ধরি।

আমি বিশেষ কিছু নই!

পাপ নেই এমন মানুষ কই ?আমিও তেমন,

সত্য বুঝে শুনে মানে -এমনি বা দেখি ক'জন।

আমি বিশেষ কিছু নই!

আমি মৃত্যেু ভয় পাই এটা যে চির সত্য তাই

জন্মিলে মরিতে হয় এর বিকল্প কোথাও নাই। 

আমি বিশেষ কিছু নই!

তবু সুন্দরের ইবাদত করি

জানিনা আজ বাদে কাল বাচিঁ কিবা মরি।

আমি বিশেষ কিছু নই!

আমার ক্ষমতা সামান্য খুবই সল্প,

তবু অজান্তেই লিখে যাই চেনা কিছু গল্প।

আমি বিশেষ কিছু নই!


     

0 comments:

Post a Comment

Popular Posts