Saturday, August 19, 2017

তুমি সুন্দর তাই  ফিরানো যায়না মোর আখিঁ , চেয়ে চেয়ে তাই অগোচরে মনকে করি সুখি। ভোরের আলোয় পাখির ডাকাডাকি তবু যেন দেয়না প্রাণে মোর এতটুকুন সুখ উকিঁ, তুমি সুন্দর তাই  ফিরানো যায়না মোর আখিঁ।...
আমি হারিয়ে যেতে চাই ঐ দূর সীমানায় যেথায় রোদ করে খেলা, আমি ঘুমিয়ে যেতে চাই আধাঁরের গালিচায় যেখানে স্বপ্নের বসে মেলা।...

Friday, August 18, 2017

ভাবছি ছন্নছাড়া হবো।নিজের ভাবদেশটাকে পোষ্টমর্টেম করবো নিজের মত।রিপোর্টটা নিজের বুক দেয়ালে সেঁটে আয়নায় দেখবো নিজেকে এবং রিপোর্টা। জানলা খোলা ঐ আলো রশ্মিটাকে ঘর বন্ধি করবোনা আর।নিজেই আলোর উৎপত্তিস্থল খুজঁতে বের হব আমি ঘরকুনো ব্যাঙ। ভোর বেলার বকুল তলায় বকুলফুল কুড়িঁয়ে প্যান্টের রুমালে লুকিয়ে নিয়ে করবো দিনের শুরু।তারপর অচেনা টি স্টলে সকাল নাস্তা সারবো। না ফোনটা বাসায় রেখে...

Popular Posts