Pages - Menu

Monday, May 30, 2016

আলোকিত আধাঁর !!

….কাব্যময়

আলোকিত আধাঁর
উর্মি ভরা পাথার,
চঞ্চলা যৌবন নির্বার
স্বপ্নের পারাপার




সোনালী ফসলের
বৈঠকি জিবন,
কাঠপোড়া অনলে
খড়ের সমর্পন


চলে যায় চুল গেঁষে
ভাগ্যের বুলেট,
রেখে দাও ফুলদানী
সোনাহার পকেট