Pages - Menu

Monday, May 30, 2016

শিশির কণা !কাব্যময় ।বাংলা কবিতা

....কাব্যময়

শিশির কণা শিশির কণা
দূর্বা ঘাসে কি পাস,
রাতের শেষ এলেই
হামাগুড়ি গায়ে তার লুটাস




বেলা ফুটঁলে তড়তড়িয়ে
নিজের দেশে পালাস,
লজ্জাবতী লাজুক রে তুই
মোহমায়া বিলাস

মেঘের দেশে থাকিসরে তুই
ঝর্না ধারা ঝড়াস,
সাগর ঢেউ নীল আফালে
কার বা তরী ভাসাস


মোর প্রেয়সীর নূপুর গুলো
আলগোছে তুই ভিজাস,
বকুল ফুলের গন্ধ মেখে
আমায় কেন ভাবাস