Pages - Menu

Wednesday, April 6, 2016

মানুষ ও ডিসকভারি চ্যানেল এর জীবজন্তু !



কাব্যময়.......

আজকাল আমি তেমন আর ``ডিসকভারি`` ন্যাশনাল জিওগ্রাফি`` চ্যানেল দেখিনা।
এক সময় জীবজন্তুর,যেমন-বাঘ,সিংহ,হায়েনা,হরিণ, ইত্যাদি জীবের জীবন ধারন,শিকার করা,কৌশল,হিংস্রতা,অমানবিক আচরণ ইত্যাদি দেখতাম।

কখনো ভালো লাগতো,কখনো ভয়ানক খারাপ লাগতো,ভাবতাম নিরীহ হরিণটার কথা ওর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার কথা।এও চিন্তা করতাম কেন পাশে থাকা,অন্য হরিণ,জিরাফ,জেব্রা গুলো কেন হাতে বাচাঁয়না এগিয়ে এসে সাহায্য করেনা,ক্যামেরা ম্যান তার ভিডিও ধারণ থামিয়ে দৌড়ে যায়না কেন''তার কি চাকরিটাই বড়  একটা জীবনের চেয়ে।আফসোস ঝড়তো মনে!

তারপর জীবনের এই কঠিন জিনিসটা মেনে নিতাম সহজাত ভাবে।হয়তো এটাই বাস্তব এটাই শ্বাশত নিয়ম।এটাই বুঝি অমানবিক ``জীবন চক্র``

 না দেখার কারণ:-

```````````````````
কেন দেখবো টিভিতে জীব জন্তুর জীবন চক্র?ঐটাতো সরাসরি নয়।যখন সরাসরি দেখতে পাই,চোখের সামনে,বাস্তবে রিয়েল ঘটনাটা,তবে ভাবছেন ঘটনাটা কি ?
হুম,আপনিও হয়তো আমার মতনই দেখেন,দেশী-বিদেশী ``মানুষের`` চ্যানেলের প্রতিদিন কার ঘটে যাওয়া ঘটনার খবর যার মধ্যে অন্যতম, মানুষ হয়ে মানুষকে খুন করে কিভাবে ফাঁদ পেতে অপহরণ,ধর্ষণ,গুম,মারামারি,বোমা-হামলা,আত্মগাতী ইত্যাদি সহজ হয়ে যাওয়া ঘটনার সুচারু প্রর্দশন।

তবে কেন আমি এমন বলছি উক্ত কথা গুলোর মিল কই ?

```````````````````````````````````````````````````````
হুম তাই বলছি :-
ঐযে হরিণটাকে অনেক হরিণ,জিরাফ,জেব্রা পাশে থাকা সত্বেওএকটা বাঘ,সিংহ অথবা হায়েনার দল টেনে হিচঁড়ে খেয়ে ফেলছে,কেউ আসেনি এগিয়ে বাচাঁতে।আর ক্যামেরাম্যান ভিডিও করছে দায়িত্ব পালনের জন্য।

আর এখন একটি মিল দেখুন:

````````````````````````````
আমাদের মানে মানুষের কথা বলছি,আমাদের চলার পথে রাস্তা ঘাটে যখন তখন-দেখি কোন এক্সিডেন্ট হলে-বাস ,বা ধরুন কেউ পানিতে ডুবছে আশে পাশে অনেক মানুষ মানুষগুলোর মরণের শেষ দৃশ্য দেখছি,(হরিণটার মতন) আর ক্যামেরাম্যনের মতন আমরা উস্যুক জনতা হয়ে মোবাইলে ভিডিও করছি,কেউ সেলফি তুলছি মরণ দৃশ্যের সাক্ষী হতে।তবে কেউ এগিয়ে আসছিনা জিরাফ,জেব্রার মতন।তো কিছুটা তো মিল বুঝা গেলো তাইনা।

তবে এখন আসি আরেটি কথায় : এক

````````````````````````````````````
আমরা জানি জীবন চক্র(জীবজন্তুর) এমনি কেউ কাউকে খেয়ে,বা কারো খাবার হয়ে চলছে ওদের জীবন।আর ওদেরতো মানুষের মতন জ্ঞান,বুদ্ধি,বিবেক ইত্যাদি নেই।তাই ওরা জীব হয়ে অন্য জীবকে হত্যা করে খেয়ে বাচেঁ।

তবে এখন আসি আরেটি কথায় : দুই
````````````````````````````````````
আমরা জানি জীবন চক্র(আমরা মানুষের)।আমাদের জীবন ধারনের জন্য,সবই করতে পারি কারন আমরা যে সর্বভূক।আমাদের জন্য,সাধারণত,মাছ,মাংস,ডাল,চাল,পানি,শাক-সবজি.কতনা আইটেমের ছড়াছড়ি দুনিয়া জুড়ে।যা কিন্তু জীব জন্তুর বেলায় ঘটেনা ওদের জন্য নির্দিষ্ট এলাকা বা স্থান।

তবে দেখুন :
আমরা মানুষ গুলো বর্তমানে বাঘ,সিংহ,হায়েনা হয়ে গেছি (রুপে নয়) চারিত্রিক বৈশিষ্টের দিক দিয়ে।মানুষ হয়ে মানুষ কে মারছি,আবার আমাকেও কেউ মারছে।,মাছ,মাংস,ডাল,চাল,পানি,শাক-সবজিতেই আমরা ভালো নেই সাথে মানুষ চাই,মানুষ মেরেই জেনো পেট ভরছি।আমরা কি আমাদের বিবেক,বুদ্ধি,জ্ঞান,মানবতা, হারিয়েছি জীবন ধারনের জন্য,লোভ হিংসার কারনে হিংস্র হয়ে জীবজন্তু মত নিজেকে প্রকাশ করছি।(কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)
কারণ বনে জঙ্গলে ভালো,বাঘ,ভালো সিংহ আছে,মাঝে মধ্যে টিভিতে দেখা যায় হিংস্রতার মাঝেও মহানুবতার উদাহরণ।
তেমনি আমাদের মাঝেও আছে কিছু ভালো মানুষ।সত্যিকার ভালো মনের।
তবে তা এত সীমিত  বিলুপ্ত প্রায়।
মূল কথা হলো :- মানুষের জীবনে যে এতটা হিংস্রতা,প্রবেশ করেছে যা টিভি মিডিয়াতে দেখতে দেখতে ,এবং বাস্তবে।ঐ সকল জীব জন্তুর হিংস্রতা আমার কাছে তেমন আর প্রভাব ফেলে না।যতটা আতকে উঠি মানুষের বর্তমান চারিত্রিক বৈশিষ্ট দেখলে। পৃথিবীতে শান্তি আর কখনো আসবেনা যে এখন অন্য গ্রহে স্থায়ীভাবে চলে গেছে।মানুষ তৈরীর চেয়ে ধ্বংস বেশী করে।ভালোর চেয়ে খারাপটাই মানুষের কাছে আসল বাস্তব।আমরা বিবেচনা করি ধন সম্পদে,রুপে,ক্ষমতাটাই আসল,সত্য ,ভালো,আর্দশ,সরলতার দাম নেই।মিথ্যা বললেই মিলে রাজ ভান্ডার।সত্য বললে ফেইক আইডি। (হাসি পাইলো)
------------------------------------------ইতিকথা---------------------------------
বন্ধুরা,হঠাৎ লিখলাম,,খুব এলোমেলো ইডিটিং করিনি।লিখার ````থট`````মানটি বুঝে নিও নিজের বুদ্ধি দিয়ে।কষ্টদেয়া বা ভূল তথ্য দেয়া নয় আমার উদ্দেশ্য।শুধু একান্ত ভাবনাটাই প্রকাশ করলাম।
----------------------------------------------------------------------------------
ভালো থেকো যতটা সম্ভব খারাপটা বর্জন করে।মনে রেখো খারাপে মজা বেশী ভালোতে স্ট্রাগল বেশী।বেছে নেওয়া একান্ত তোমার।আর একা নিজের স্বার্থের জন্য যদি জীবন ধারণ করো তবে বলে দেই জীবন মূল্যহীন।মানুষেই থাকেন ঈশ্বর,মানুষকে সেবা,উপকার.মানবতায় এগিয়ে গেলে ক্ষতি নেই।আর উপকার করতে চাইলে বেশী ভেবোনা জাষ্ট করে ফেলো।আর উপকার সেইটাই মহৎ যেটা করলে তোমার সমস্যা হতে পারে,যেমন-ত্যাগ,ভাগে কম ইত্যাদি সহ্য করে মনে নিয়ে সরল মনেই এগিয়ে যাও।চলো যতটা সম্ভব মানুষ হই রুপে নয় গুনে।
#কাব্যময়
4/6/16 4:00-4:30 pm