একটি সুন্দর মন অজস্র ফুল বাগানের ফুলের চেয়েও সুন্দর।
Pages - Menu
▼
Monday, March 21, 2016
এই জন্যই তুমি এত ভালো !
কাব্যময়........ তোমার মুখে হাসি ফোঁটাতে আমি অনেক কিছুই করতে পারিনা তবুও তোমার ভালোবাসা দিয়ে দুরে নয় কাছেই ধরে রেখেছো। এই জন্যই তুমি এত ভালো । ধন্যবাদ তোমায়! আমাকে বুঝার জন্য ও ভালোবেসে কাছে থাকার জন্য।