Pages - Menu

Friday, March 18, 2016

শূণ্যে উড়ে হাওয়ার গাড়ী

..........কাব্যময়.......

শূণ্যে উড়ে হাওয়ার গাড়ী

আমি নিচে কাদাঁমাটি,

ভালোবাসার দীঘল চুলে

আমি সাজি পরিপাটি

রাখবো মেখে হিয়ার ভিতর

পূণ্য চান্দের আলো,
যা দেখিলে প্রাণ ছুঁয়ে যায়
তাই বাসি ভালো


হাওয়ার খেলা বুঝিনাকো

হাওয়া ভারী চতুর,
বুকের জমিন খালি করে
হয়ে যায় ফুতুর