Pages - Menu

Thursday, March 24, 2016

তোর মন আবেগহীন অবিশ্বাসের কারখানা !!

.......কাব্যময়........

কখনো বলিনি তোকে আমারও মন খারাপ হয়

আমারও একাকীত্ব আসে রাত নামা নির্জনে,

কখনো জানতে চাসনি ক্ষুদা কি? আমার লাগে

নাকি নভোযানে মঙ্গলগ্রহে যাব বলে ক্ষুদাহীন

থাকার ট্যাবলেট খেয়েছি।তাও জানতে চাসনি।

 

তুই বড্ড পারিস,বাসে ট্রাকে,ছাদে,ক্লাসে শুধুই সেলফি তুলতে

তুই বুঝিসনা লজ্জার মাত্রা কতটুকুন।

আমার যত প্রশ্নের উত্তরে,না,হুম,তো,জানিনা,

বলেই পার করে দিতি তোর সময়,

অদ্ভূত তোর আচরণ,বড়ই বিদঘুটে,

তেলাপোকা গা ছুয়েঁ যাওয়ার মতন।

এটা অবশ্য তোকে বলিনা।

আরে তোরা যে এত দাম দেখাস পরে যে গোপনে সস্তায় বিকোস

ভাবের অলিশান বাড়ি সেটা কি আর জানিনা বল।

তখন না পারিস কাদঁতে না পারিস ওমা গো চিৎকার করতে।

আমিতো চিরকাল একি পৃথিবী শুরু থেকেই।

কখনো তোদের মন জোগানোর বিলাসী চাকচিক্য আমার ছিলনা।

আমি স্বাভাবিক থাকতেই পছন্দ করতাম।জানিস তো

স্বাভাবিকতায় ব্যাপক বিপত্তি ঘটে।তবে তুই তা বুঝিসনি কখ্খনো।

জানিস আজকাল আমি কি ভাবি তোকে নিয়া।

শুনলে আতৎকে উঠবি

ভাববি আমি কত জগন্য রুচিরঁ।

ভাবতেই পারিস তবে তা সত্যই,

এতে আমার হাত নেই সম্পূর্ন তোরি হাত।

শুনবি এই শুন তাইলে-আজকাল তোর মনটা আমি ভাবিনা

আমি তোর চুল,চোখ,ঠোঁট,হাত,ইত্যাদি নিয়া ভাবি।

কারন তোর মনটাতে কিছু নেই,পারেনা মায়া দিতে,আপন হতে

পারে শুধুই ভন্ডামীর চিন্হ গুলো সামনে মেলে ধরতে

তোর মন আবেগহীন অবিশ্বাসের কারখানা।

তবে তোর মনের বাহিরের যা কিছু তারা

অবিশ্বাসী নয়।কল্পনাতেও যারা সুখ দেয়।

ছিঃছিঃএত্ত খারাপ ভাবনা।

ভাবতে পারিস তবে শুন,শরীর আছে তাই মন আছে

একটা নেই তো আরেকটা আছে।

তবে দেখ আমি এখানে কল্পনাকে তুলে ধরেছি

পাপ এতেও আছে তবে পুলিশের কাছে ধরা পরার ভয় নেই।

যদি তাই হয় পৃথিবীর প্রায় সকলেই অপরাধী হবে

''কল্পনায়,পাপ করেনা ,লোভ করেনা,

এমন মানুষ নেই''