Pages - Menu

Thursday, March 31, 2016

লালন সাঁই এর ৫১ টি গান !

 কাব্যময়......

বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালী যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।

লালনের প্রতিটি গানে তিনি নিজেকে ফকির ( "সাধু") হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ছিলেন মানবতাবাদী।তাহার দেহতত্ত্ব,গুরুতত্ত্ব,মনতত্ত্ব,মুর্শিদ তত্ত্ব,আত্মতত্ত্ব ইত্যাদি নিয়ে বহু গানই তিনি রচনা করেছেন।যার সেই ভান্ডার থেকে এখানে সামান্য ৫১ টি গানের সংগ্রহ আপনাদের জন্য।

লালন সাঁই এর ৫১ টি গান এর - PDF File

পেতে চাইলে...  CLICK HERE

https://files.acrobat.com/a/preview/3c8b58db-b8b5-462b-9dfa-aeccfb786c29