কাব্যময়.......
!!!!অতঃপর বৈশাখ!!!!
....................................
১ম:হায় আল্লাহ্ একি হইলো গো(বুক=চাপঁরাতে চাপঁরাতে )মরার চোর একি ক্ষতিটাইনা করলো।
২য়:আরে কি হইছে বলবেন তো।(প্রতিবেশী)
১ম:নিতি নিতি আমার কানের দূলজোড়া নিতি,তবু ওই গুলা নিলি ক্যান।
২য়:আরে আপা কান্না থামিয়ে বলবেনতো ঘটনাটা কি?
১ম:কি আর কমু -বুঝলেন সবি ভাগ্য নাইলে আমার সঙ্গেই
কেনো এমন হইতে যাবে।
৩য়:কি ব্যাপার ভাবি ওনার কি হইছে.ওনি এমন চিৎকার করে কাদঁছে কেন?
২য়:আমিও তো কতবার করে বললাম কিছুতেই থামছেওনা আর বলছেওনা।দেখেন তো আপনি
পারেন কিনা রহস্য উদঘাটন করতে।
৩য়:(কাছে গিয়ে নরম কন্ঠে)ভাবি ও ভাবি কেন এত কাদঁছেন?কি হই,,,,!কথা শেষ হওয়ার আগেই,,,,
১ম:হায় আল্লাহ্ একি হইলো গো(বুক=চাপঁরাতে চাপঁরাতে )ঘুম থেকে উঠেই দেখি দরজা খোলা!
৩য়:ঘরের দরজা?
১ম:
না ফ্রিজের!
৩য়:তাতে কি হইছে?
১ম:
ভিতরডা পুরা ছাড়খার হইয়া গেলো গো!
৩য়:কার ফ্রিজের?
১ম:
না!আমার বুকের ভিতরডা ।
২য়:৩য়: জন মিলে জোড় করেই জানতে চাইলো । তারপর::
অবশেষে রহস্য উন্মোচিত হতে আরম্ভ করলো।
১ম:কি আর কমু.আপনাদের ভাই মানে আমার স্বামী কত কষ্ট করে কত বেশী দাম দিয়া বাজার থেকে এক হালি কিনা আনছিলো!হায় আল্লাহ্ একি হইলো গো(বুক=চাপঁরাতে চাপঁরাতে )
২য়:৩য়:একসঙ্গেই বললো,কি কিনছে ,একহালি-কলা নাকি ডিম!
১ম:সোনার মত জকজকে চকচকে একহালি !!!!!ইলিশ!!!!মাছ!!!১২০০০/=টাকা দিয়া
হায় আল্লাহ্ একি হইলো গো(বুক=চাপঁরাতে চাপঁরাতে )।
২য়:৩য়:আহারে দিনকাল যাপরছে বাছবিচার নাই।মাছও চুরি করে।
১ম:জানি আমি জানি এটা র্নিঘাৎ সরযন্ত্র। বিরাট সরযন্ত্র।
যে যার মত প্রস্থান করলো।
****************অতঃপর চোর এর বৈশাখ******************
ছেলে:বাজান ""মাছটার স্বাদ সেইরাম পুরাই কুড়কুড়া ।
চোর:
খা বাজান খা...সব মজা/আনন্দ কি ধনীলোকের লাইগ্যা।
আমাগোর তো ইচ্ছা আছে স্বাদ আহ্লাদ আছে।আমরাও বাঙালী।
আমারও ন্যাশনাল মাছ ইলিশ।
****যে আনন্দ যে উৎসব সর্বস্তরের মানুষকে এক কাতারে সামিল করতে পারেনা আমার মনে হয় সে উৎসব আনন্দের কোন মাহাত্ম্য/ নেই***।