Pages - Menu

Friday, March 18, 2016

ঘুমহীন করে দাও বসন্ত রাতে

.........কাব্যময়

কি নামে ডাকি বলতো তোমায় 
কচুরীফুল নাকি দুধ সাদা লাউ ফুল,
কি তুমি কে তুমি আমায় করে রাখো তাবৎদিন উদাসীন-
কেন উড়াও ফড়িং হয়ে মেঘ চুল। 


 তুমি কিগো আলো একফোটাঁ আমার উঠোনে 

যে আলোয় জলসাও আমার চোখ, 
তুমি কি কেপেঁ উঠা নদীর জল,
যে জলে ভিজে চাদেঁর সুখ।


























কে তুমি ? ছটফটাও এই বুকে
ঘুমহীন করে দাও বসন্ত রাতে, 
তোমার ঠিকানা দাও আমি ছুটতে চাই
জিবন ভর বাচিঁবার আসাতে।