Pages - Menu

Friday, March 18, 2016

এক প্রকার উদ্ভট !!!

..........কাব্যময়......

কেন? তুমি ভাবলে আমায়
এক প্রকার উদ্ভট,
জানিনা আমায় নিয়ে তোমার
কেন এমন থট





















ইচ্ছে প্রকাশ হয় যদি
ভুল বোঝার কারন,
আর বলবোনা নিজেকেই
তাই করলাম বারন

আমি নই মহাকিছু
আমি এক পাতলা জমিদার,
আমার আছে খানিক
কাব্যিকতার ঠুনকো অহংকার




















নিজেই তুমি মহান
আমি তুচ্ছ হলাম না হয়,
ভালোবাসা যায়না বুঝানো
করা যায়না নির্ণয়

সংশয় দ্বিধায় হয় কি বলো
ভালো কিছু করা,
মন থেকে আসে যদি কিছু
সহজেই তা যায় করতে পারা