....কাব্যময়
বুঝবি যখন
পাবিনা তখন
সময়,
হারায়ে ধন
করবি আফসোস
নিশ্চয়।
ডাকছি এখন
কাছে
আয়,
ভূল বুঝিসনা
ভালোবাসি খুব হৃদয় বলে
যায়।
ইশারায় কতবার বলেছি
শুনিয়া,বুঝিয়া করেছিস
অবহেলা,
দিন যায় দিন ফিরে আসে
থেমে যায় একদিন জিবনের যত
খেলা।
এক আর দুই
দুই একে চার-বলেছি
কতবার,
কতজন চায় তোকে
কত জনই চাইবে-এ নিয়া করিসনারে
অহংকার।
হারালে দিন,সময়,প্রিয় মানুষ
বুঝেও তখন পাবিনারে
সমাধান,
ভালোবাসি বলেই-বলি কতকথা
করি হাতজোড়-করি...
Wednesday, December 14, 2016
10:02:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম

....কাব্যময়
তুমি আকাশের বুকে
জলমলে শত তারা,
তোমারে হেরিয়া
চমকিয়া উঠে প্রাণোহরা।
সেজেছো মায়াময় মধুমল্লিকা !
...
Saturday, September 10, 2016

….কাব্যময়….
সুরেলা রোদেলা জোছনা ফুটঁলো
ও চাঁদ তুমি বড়ো ভালো,
হীম হীম সুখ গুলো
আধাঁর পেরিয়ে ছুয়েঁছে আলো।
ও চাঁদ তুমি বড়ো ভালো
মন মাতাল মহূয়া ফুল ছুঁয়ে
যাও এসে আমায় নিয়ে,
দুলে দুলে যায় নদীর জল বয়ে
তুমি এসে দাও প্রিয় হাত বাড়িয়ে।
ঐ হাতে কিযে যাদু
মিঠালী মায়ামী মধু,
না এলে আজ ওগো যাদু
নয়ন হবে কাদুকাদু।
কাদাঁবেনা জানি আমায়
শুধু তোমার...
Wednesday, August 31, 2016
3:54:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম

....কাব্যময়....
ঐ পরেছে ডাক,
শুনি বৃষ্টির কলোরব,
ঝুমঝুম কলোরবে
ভিজে যায় সব।
...
Friday, July 15, 2016
8:35:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম

....কাব্যময়
আমার হৃদয়ের জল প্রপাত হতে
নিস্বড়িত আবেগের ধারাগুলো
দিন হতে রাত তোমায় ভিজাতে চায়,
শুকনো পাতার উপর এক ছোপ দাগ
আমি চাপড়ে মরি মাটির দেহ
পাতার আওয়াজ কি যেন ক’য়ে যায়।।
...
Tuesday, July 12, 2016

....কাব্যময়
মিষ্টি গান তুমি হৃদয়ের ছন্দকথায়,
শিউলি বকুল তুমি মনের বাগিচায়।
রাঙা আকাশ তুমি জিবন ঠিকানায়,
মন ময়ূঁরী তুমি আমার আঙ্গিনায়।
কান্নার পর সুখ পঞ্চম তুমি,
দিন শেষে তুমি গোলাবী মৌমি।
তুমি বুনো জোছনার আবিরে ঢাকা চন্দ্রমল্লিকা,
তুমি ভালোলাগার মুক্ত বলাকা।
দেখি কাশঁফুলের কোমলতায় তোমার চঞ্চলতা
আকিঁ মরম কালিতে কাপাঁ ব্যাকুলতা।
তুমি যানজট থমকে...
Friday, June 24, 2016
10:12:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম

....কাব্যময়
বদলে যাও তুমি
আকাশ যেমন,
চলে যাও তুমি
সময় যেমন।
ইচ্ছে তোমার
মনও তেমন,
উড়ছো তুমি
ঘুড়ির মতন।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা
কেউ নেই
বাঁধবে তোমায়,
জানিনা কোন ফুল
তোমার খোঁপায় মানায়।
বনোমল্লিকা তুমি
কিংবা লাঙুলীলতা,
দুপুরচন্ডী কখনো
আবার কখনো স্বর্পগন্ধা।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা
তুমি কখনো তুই আমার
হারিয়ে আমায় হোস...
Subscribe to:
Posts (Atom)