
............কাব্যময়
অস্ফুঁটো অভিমান জ্বলছে জলের ভিতর
কান্না হাসি দুহাত মেখে খুঁজছে ভাঙ্গা আদর।
ঘুম বালিশে চুপ নালিশে শ্রাবন দুচোখ ছোয়ঁ
তোমার জন্য বুকে পলাশে লালচে প্রেম নিংড়োঁয়।
হাসির কণা বাধঁ ভেঙ্গেছে মুক্ত প্রাণের রোদে
দিঘল মায়ার কাঞ্চনীলে ছুঁটছি আহ্লাদে।
আমায় নাও আমি আছি মুক্ত উদার ধারায়,
মন পবনের ভাসছে ডিঙ্গা শূণ্য ধরিয়ায়।
আমার আছে নিত্য শ্রাবন দমকা হাওয়ার...