Pages - Menu

Monday, March 9, 2015

অস্ফুট অনুরাগ....!

 ...........কাব্যময়
 তোমাকেই খুঁজবো বিরম ব্যথায় চূড় হয়ে

যতদিননা-পাই তোমায় চোখের ময়ূমী স্বপনে,

তোমাকেই চাইবো মরূ তৃষ্ণনায় বুকের প্রাঞ্জড়ে

ততদিনি রাখবো তোমায় যতদিন মঞ্জুরী ফুঁটে কাননে।

 

 

 

 

 

 

জাগ্রত জোনাকির অস্ফুট অনুরাগ জ্বালে যেমন ফুঁলকি

বিমূর্ত রাত্রি তেমন ভাসায় অনুভবের মরমী পালকি।

তোমার নিপুঁন অবগাহন

চৈতালী হাওয়ায় মূহ্যমান,

অধির শ্রাবনে ঝড়ছি

পাতা নই-চোখের কনায়,

তোমার মত আমি নই

আমি অন্য-যার চিত্ত 

মগ্ন সন্তাপ ভাবনায়। 

 ৩।১০।১৫