Pages - Menu

Sunday, March 29, 2015

আমি বিশেষ কিছু নই !




..........কাব্যময়

আমি বিশেষ কিছু নই! 

স্বপ্নচোড়া পাতার ভাজে লুকিয়ে থাকা পতঙ্গ মাত্র,

অজস্র জ্ঞ্যানীর মাঝে আমি এখনো এক ছাত্র।

সবাই সবার মত আমিবা হলাম কার মত,

উল্টা আমার ধ্যান ধারনা পাগলামি অবিরত।

আমি বিশেষ কিছু নই!

মানুষ ও মনন পাল্টেছে ঘুমন্ত স্বপ্নের ভিরে,

দেখলে আজো আমায় মানুষ বলে তুই কেবা কেরে।

উত্তর জানা নেই নিজেকেই খুজেঁ ফিরি,

আমি কিচ্ছুটি নই তবু নিজেকেই বাজি ধরি।

আমি বিশেষ কিছু নই!

পাপ নেই এমন মানুষ কই ?আমিও তেমন,

সত্য বুঝে শুনে মানে -এমনি বা দেখি ক'জন।

আমি বিশেষ কিছু নই!

আমি মৃত্যেু ভয় পাই এটা যে চির সত্য তাই

জন্মিলে মরিতে হয় এর বিকল্প কোথাও নাই। 

আমি বিশেষ কিছু নই!

তবু সুন্দরের ইবাদত করি

জানিনা আজ বাদে কাল বাচিঁ কিবা মরি।

আমি বিশেষ কিছু নই!

আমার ক্ষমতা সামান্য খুবই সল্প,

তবু অজান্তেই লিখে যাই চেনা কিছু গল্প।

আমি বিশেষ কিছু নই!


     

Wednesday, March 11, 2015

স্বপ্ন খোরাক


..........কাব্যময়

তোমায় ঘিরে স্বপ্ন খোরাক,
বাইছে মন জিবন বোরাক
রাতের পালে দূলছে হাওয়া,
জোৎস্না জলে চোখের নাওয়া

তোমার পানে যাচ্ছি উড়ে,
ঘুমের দেশে স্বপ্ন ঘোড়ে
নাদান আমি তোমার জন্য,
তুমি আমি নইতো ভিন্ন

পাহাড় চূড়ায় ফুলের দোলা,
তোমার তরে হৃদয় খোলা
প্রাণের ভিতর উষ্ণ ছোয়াঁ
ইচ্ছে ভিষন তোমায় পাওয়া

Monday, March 9, 2015

অস্ফুট অনুরাগ....!

 ...........কাব্যময়
 তোমাকেই খুঁজবো বিরম ব্যথায় চূড় হয়ে

যতদিননা-পাই তোমায় চোখের ময়ূমী স্বপনে,

তোমাকেই চাইবো মরূ তৃষ্ণনায় বুকের প্রাঞ্জড়ে

ততদিনি রাখবো তোমায় যতদিন মঞ্জুরী ফুঁটে কাননে।

 

 

 

 

 

 

জাগ্রত জোনাকির অস্ফুট অনুরাগ জ্বালে যেমন ফুঁলকি

বিমূর্ত রাত্রি তেমন ভাসায় অনুভবের মরমী পালকি।

তোমার নিপুঁন অবগাহন

চৈতালী হাওয়ায় মূহ্যমান,

অধির শ্রাবনে ঝড়ছি

পাতা নই-চোখের কনায়,

তোমার মত আমি নই

আমি অন্য-যার চিত্ত 

মগ্ন সন্তাপ ভাবনায়। 

 ৩।১০।১৫