
..........কাব্যময়
আমি বিশেষ কিছু নই!
স্বপ্নচোড়া পাতার ভাজে লুকিয়ে থাকা পতঙ্গ মাত্র,
অজস্র জ্ঞ্যানীর মাঝে আমি এখনো এক ছাত্র।
সবাই সবার মত আমিবা হলাম কার মত,
উল্টা আমার ধ্যান ধারনা পাগলামি অবিরত।
আমি বিশেষ কিছু নই!
মানুষ ও মনন পাল্টেছে ঘুমন্ত স্বপ্নের ভিরে,
দেখলে আজো আমায় মানুষ বলে তুই কেবা কেরে।
উত্তর জানা নেই নিজেকেই খুজেঁ ফিরি,
আমি কিচ্ছুটি নই...