Pages - Menu

Saturday, November 8, 2014

চিন্তায় যে বদলায়,সে কাজেও বদলায়।

........কাব্যময়

চিন্তায় যে বদলায়,সে কাজেও বদলায়পবিত্র চিন্তা থেকেই সত্য সুন্দর কাজের আরম্ভ হয়এর প্রভাব নিজেকে ছাড়িয়ে পরিবার পরিজন থেকে একদিন সমাজের প্রতিটা সুস্থ্য মস্তিস্কের মানুষের মননচিন্তায় প্রভাব বিস্তার করেসমগ্র সুন্দরেরা এটা গ্রহন করে নিজে এবং অনত্র ছড়িয়ে দেয় এভাবে একটা সমাজ পাল্টায়,সমাজের সাথে দেশ


আসুন নিজের ভূল শুধরে আগে নিজে বদলাই,,অন্যরা আপনাকে দেখে বদলাবেএকটি নতুন ভোরের উদয় হোক সবার জিবনে

1 comment:

  1. নিজেকে খুজেঁ দেখ পাবে
    কোন গহীন্ত অনুরাগের ভিড়ে,
    ভাবনা তোমার হোক এলোপাথারী
    নিজেকেই খুঁজে পাবে নিজের ভিতরে ।
    নিজেকে চিননা তুমি
    তা তুমি নিজেই জানো,
    তবে কেন খুব জানো -বলে বেড়াও
    মিছে এত অহংকার করো কেন ।

    ReplyDelete