Pages - Menu

Saturday, August 19, 2017

তুমি সুন্দর তাই | কাব্যময় ।বাংলা কবিতা

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ ,

চেয়ে চেয়ে তাই অগোচরে

মনকে করি সুখি।


kabbomoy.blogspot.com

ভোরের আলোয়

পাখির ডাকাডাকি

তবু যেন দেয়না প্রাণে মোর

এতটুকুন সুখ উকিঁ,

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ।


আমি হৃদয় বিলাতে চাই | কাব্যময় ।বাংলা কবিতা


আমি হারিয়ে যেতে চাই
ঐ দূর সীমানায়
যেথায় রোদ করে খেলা,

আমি ঘুমিয়ে যেতে চাই
আধাঁরের গালিচায়
যেখানে স্বপ্নের বসে মেলা।

Friday, August 18, 2017

ভাবছি ছন্নছাড়া হবো | কাব্যময় |আত্মকথা

ভাবছি ছন্নছাড়া হবো।নিজের ভাবদেশটাকে পোষ্টমর্টেম করবো নিজের মত।রিপোর্টটা নিজের বুক দেয়ালে সেঁটে আয়নায় দেখবো নিজেকে এবং রিপোর্টা।


জানলা খোলা ঐ আলো রশ্মিটাকে ঘর বন্ধি করবোনা আর।নিজেই আলোর উৎপত্তিস্থল খুজঁতে বের হব আমি ঘরকুনো ব্যাঙ।


ভোর বেলার বকুল তলায় বকুলফুল কুড়িঁয়ে প্যান্টের রুমালে লুকিয়ে নিয়ে করবো দিনের শুরু।তারপর অচেনা টি স্টলে সকাল নাস্তা সারবো।


না ফোনটা বাসায় রেখে এসেছি।তোমার ফোন আজ চাইনা।আজ শুধু তুমি বাংলালিংক অফিসের ঐ মেয়েটার রেকর্ডকরা কথা গুলোই শুন।কয়েকবার শুনে আমার বোকামীর কথা ভেবে বিরক্তি নিয়া নরম বালিশে ছুড়েঁ ফেলো দামী ফোনটাকে।এতে আমার কিচছু করার নেই।আজ আমি মুক্ত।


আজ আমি মুক্ত তোমার প্রেমের সহজাত ঢংমাখা কথা ও বৈরিতা হতে।হুটহাট করে ফোন আর মেসেজের বাধ্যবাধকতা থেকে।


রাস্তাগুলো আজ ফাকাঁ।আমি একা।না আমিতো একা নই প্যান্টের পকেটে বকুলফুলের গন্ধটাও তো আমার সাথে আছে।সেন্টারফ্রুট টা আগের মতন স্বাদ নেই যতটা স্বাদ মনে হয় মুস্তাফিজের এড দেখে।যাক জাবর কেটে কেটে হাটছিঁ।


বাসে না ট্রেনে কোনটায় চড়ব।দশবারো ভাবতে ভাবতে ট্রেনেই চড়বো।আচ্ছা কোথায় যাব?কমলাপুর না এয়ারপোর্ট।কমলাপুরেই যাই।লোকে লোকারণ্য আসছে যাচ্ছে ।টিকেট কাটবো তবে কোথায় যাব এই ভেবেই কাউন্টারের দিকে যাচ্ছি।কে জানতো এমন হবে ভাবনার আকাশে।চলবে.......