Pages - Menu

Saturday, July 4, 2015

গুগল ম্যাপ (-অবাধ্য মনের সাথে যুদ্ধ)


প্রথম খন্ড:     
     
গুগল ম্যাপ (-অবাধ্য মনের সাথে যুদ্ধ)..................কাব্যময়

আমাদের ইটকাঠের শহুরে যান্ত্রিক জীবনে আজ ভালোবাসাও দিন দিন মরীচিকা হয়ে যাচ্ছে। প্রেম থেকে আলাদা হয়ে যাচ্ছে সততা।অচেনা মোহের কাছে নিত্যদিন নিজেকে বিলিয়ে একটা শূণ্যতার খোলা খাঁ খাঁ করা বিরান মাঠ হয়ে যাচ্ছে প্রতিটি মন প্রাণ।

কালের কৌটোর মধ্যে লুকোনো জাপসা রংঙে রাঙা চিরকালের শাশ্বত ভালোবাসার একটি পিদিম আজো যেন কারো আশায় জ্বলছে।কার আশায়?কার মনে জ্বলছে?

ঝিরঝির হাওয়ায় দুলুনি খাচ্ছে মহুয়া গাছের পাতা।দুপুরের চিকঁচিঁক রৌদ্রের তাপ কমে গেছে শ্রাবণ মেঘের শাসনে।প্রকৃতি এখন শান্ত সুবোধ শিশুর মতন চুপটি মেরে আছে।
ছাতাটা আলগোছে হাত থেকে রেখে নিরব পদচলায় এগিয়ে যায় ইম্তু।মনে আজ যেন বৈশাখী ঝড় বইছে।অবাধ্য মনের সাথে যুদ্ধ তার জিবন ভর।কখনো পেরে উঠেছে।

কখনো না পারার দিনে আজকের মতন এলোমেলো হয়েছে।কি হয়েছে তার।ছোট্র সংসার কবিতার মতন বউ তুলতুলে ছটফটে দুই বৎসরের কণ্যা সন্তান মিহি।তবে কোথায় অশান্তি?কেন নিরব অন্তরদহন।পনেরদিন হলো বউ সন্তানের দেখা নেই।বউ বাপের বাড়ি।এমন হয়নি কখনো চার বছরের সংসার জিবনে তার।         
             

'''চলবে'''.....
 

Saturday, April 4, 2015

ভালোবাসা মুক্ত হোক বাধাঁর শৃঙ্খল হতে !!

............কাব্যময়

অস্ফুঁটো অভিমান জ্বলছে জলের ভিতর
কান্না হাসি দুহাত মেখে খুঁজছে ভাঙ্গা আদর
ঘুম বালিশে চুপ নালিশে শ্রাবন দুচোখ ছোয়ঁ
তোমার জন্য বুকে পলাশে লালচে প্রেম নিংড়োঁয়
হাসির কণা বাধঁ ভেঙ্গেছে মুক্ত প্রাণের রোদে
দিঘল মায়ার কাঞ্চনীলে ছুঁটছি আহ্লাদে

আমায় নাও আমি আছি মুক্ত উদার ধারায়,

মন পবনের ভাসছে ডিঙ্গা শূণ্য ধরিয়ায়।
আমার আছে নিত্য শ্রাবন দমকা হাওয়ার আগুন,
কাপছেঁ অধর  ঝড়ছে ফুল উড়ছে ধূলোর ফাগুন

উড়ে এসে জুড়ে বসে কিছু কথা আনমনা,

তোমায় নিয়ে পালকি চড়ে মনের যত ভাবনা

আছে আমার আকাশ নীল জোছনা ধোঁয়া চাদঁ,

এসো ফিরে নিঃশ্বাঁস ভাজে দারুন প্রেম স্বাদ
ভাবনা তোমার নিচ্ছে কেড়ে ঘুম রাতের পাহাড়,
নিঁপুন রাগের আলতো ছোঁয়া করছে আমায় প্রহাড়

ভালোবাসা মুক্ত হোক বাধাঁর শৃঙ্খল হতে,

ভালোবাসা ঠাইঁ পাক আপন ঠিকানাতে


তোমার জন্য আসব আমি আমার মতন করে
নয়ন জোড়ায় দিও ঠাইঁ ভালোবাসায় নিংড়ে
তোমার আচঁল ফুলদানীতে সাজুক রঙের পরশা
থাকুক ঘিড়ে তোমায় শুধু আমার ভালোবাসা