Pages - Menu
▼
Saturday, August 19, 2017
আমি হৃদয় বিলাতে চাই | কাব্যময় ।বাংলা কবিতা

আমি হারিয়ে যেতে চাই
ঐ দূর সীমানায়
যেথায় রোদ করে খেলা,
আমি ঘুমিয়ে যেতে চাই
আধাঁরের গালিচায়
যেখানে স্বপ্নের বসে মেলা।
Friday, August 18, 2017
ভাবছি ছন্নছাড়া হবো | কাব্যময় |আত্মকথা
ভাবছি ছন্নছাড়া হবো।নিজের ভাবদেশটাকে পোষ্টমর্টেম করবো নিজের মত।রিপোর্টটা নিজের বুক দেয়ালে সেঁটে আয়নায় দেখবো নিজেকে এবং রিপোর্টা।
